রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত
- Update Time : ০৯:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ৪৬ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্থপতি,মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্স্তবক অর্পন করেন,রাজবাড়ী জেলা প্রশাসন,জেলা আওয়ামীলীগ,জেলা পুলিশ সুপার, জেলা জজ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা, স্কুল,কলেজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতারা।
এসময় পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এ্যাডভেকেট খোদেজা নাসরিন ও সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, জেলা পরিষদ প্রশাসক ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিটু, স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতি প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়