বালিয়াকান্দিতে সাংবাদিক কে মারপিট

- Update Time : ১১:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ৬৭ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রফিকুজ্জামান লিটন নামে একজন সাংবাদিককে মারপিট করা হয়েছে। লিটন বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে লিটনের বালিয়াকান্দির আমতলা বাজারের নিজস্ব ব্যাবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাসিন্দা সাকিব ভুইয়া (৩৫) ও গোলাম সারোয়ার ভুইয়া (৬০) রফিকুজ্জামান লিটনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ ঘটনায় রফিকুজ্জামান লিটন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মো. সাকিব ভুইয়া ও মো. গোলাম সারোয়ার ভুইয়ার নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে। সে আতঙ্কের মধ্যে আছে বলে জানিয়েছে সহকর্মীদের।
এ ঘটনায় বালিয়াকান্দিতে কর্মরত সাংবাদিকরা থানা প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভা থেকে দ্রুত মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের অনুরোধ করেন। প্রতিবাদ সভায় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, আমরা একটি এজাহার পেয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়