যুবক ও ষাটোর্ধদের অংশগ্রহণে বালিয়াকান্দিতে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

- Update Time : ১১:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এক সময় গ্রামবাংলার প্রিয় ও জনপ্রিয় জাতীয় খেলা হা-ডু-ডু, যা আধুনিক প্রযুক্তির আগ্রাসনে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে—সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলবড়া গ্রামে অনুষ্ঠিত হলো যুবক ও ষাটোর্ধদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী হা-ডু-ডু খেলা।
১১ জুন (বুধবার) বিকেলে বিলবড়া কাজীর কড়ইগাছ সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ও সৈনিক জহুরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রচলিত ধারার বাইরে গিয়ে দুটি আলাদা বয়সভিত্তিক দলে বিভক্ত হয়ে হা-ডু-ডু খেলায় অংশ নেন এলাকার যুবক ও বয়োজ্যেষ্ঠরা। খেলাটি দেখতে মাঠে জড়ো হয় নানা বয়সের উৎসুক দর্শক। খেলার সময়জুড়ে চলে করতালি, উৎসাহ-উদ্দীপনা আর উল্লাস।
খেলায় উপস্থিত ছিলেন বিলবড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মোঃ খোয়াজ ফকির, সাধারণ সম্পাদক মোঃ মিথুন মোল্লা, রাজধরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিমরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, “এই খেলার মূল উদ্দেশ্য ছিল পুরনো সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা।”
স্থানীয়দের প্রত্যাশা, এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়