বাণিবহের সাবেক চেয়ারম্যান লতিফ হত্যা মামলার আসামীদের শাস্তির দাবীতে মানবন্ধন
- Update Time : ১১:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৪৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বানিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলোচিত আব্দুল লতিফ হত্যার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে বানিবহ ইউনিয়নবাসি’র আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অত্র ইউনিয়নের ৭ শতাধিক মানুষ অংশ নেয়।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধনে বক্তৃতা করেন নিহত আব্দুল লতিফের স্ত্রী ও বানিবহ ইউিনিয়ন চেয়ারম্যান মোছা ঃ শেফালী আাক্তার,সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু,জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হোসেন,বানিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকাজী লুৎফর রহমান,সাধারন সম্পাদক ইউনুস আলী মোল্লা,সহ সাধারন সম্পাদক কাইয়ুম মিয়া,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার।মানববন্ধনে উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামীরীগের সভাপতি রমজান আলী খান প্রমূখ।
এসময় আব্দুল লতিফ হত্যা মামলার বাদী বানিবহ ইউনিয়ন চেয়ারম্যান মোছাঃ শেফালী আক্তার বলেন,তার স্বামী অত্র এলাকার সাধারন মানুষের সুখে-দুখে সবার পাশে দ্বারাতেন।সব শ্রেনী পেশার মানুষের পাশে থাকতেন।কিন্তু পরিকল্পিত ভাবে ক্ষমতার লোভে তার স্বামীকে হত্যা করা হয়েছে।কিন্তু গত প্রায় একবছর কেটে গেলেও এ মামলার কোন ধরনের ফলপ্রসু অগ্রগতি দেখা যায়নি।বরং যাদের গ্রেপ্তার করা হয়েছে তারাও আজ জামিনে বেড়িয়ে ঘুরে বেরাচ্ছেন।এজাহারে উল্লেখ সহ এ হত্যায় যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা গ্রহন করার অনুরোধ জানান প্রশাসনের কাছে।বক্তৃতা কালে তিনি কান্নায় বিষন্ন হয়ে পরেন।হত্যাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসি সবাই দ্রুত আসামীদের শাস্তির অনুরোধ জানান।মামলাটি বর্তমানে পিআইবিতে বিচারাধিন রয়েছে।এর আগে মামলাটি সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের পর পিআইবিতে স্থানান্তর করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়