পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত রাজবাড়ীর ১৯৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

- Update Time : ০৬:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
২০২২ সালে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজবাড়ী জেলা থেকে ভর্তির সুযোগ প্রাপ্ত প্রায় ২শত জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী শাখার সভাপতি সপ্তদীপা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম ও সৈয়দ সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ অনান্যরা।

এ অনুষ্ঠানে ২০২২ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত ১৯৪ জন শিক্ষার্থীকে ফুল ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়