দিল্লীতে স্বাস্থ্য পরীক্ষা : সম্পূর্ণ সুস্থ আছেন রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১৩৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ভারতের দিল্লীর এসকর্টস হার্ট ইনস্টিটিউট অ্যান্ড রিসার্স সেন্টার লিমিটেড হাসপাতালে। সেখানে এনজিওগ্রামের রিপোর্টে দেখাগেছে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তার সুস্থতায় পরিবারের সদস্য, দলীয় নেতা-কর্মীসহ রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার জনগনের মাঝে স্বস্থি নেমে এসেছে। একই সাথে এমপি কাজী কেরামত আলীর শাররীক সুস্থতার জন্য আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
জানাগেছে, স্বাস্থ পরীক্ষার জন্য গত ২৭ এপ্রিল ভারতের দিল্লীর এসকর্টস হার্ট ইনস্টিটিউট অ্যান্ড রিসার্স সেন্টার লিমিটেড হাসপাতালে স্ত্রী রেবেকা সুলতানা, মেয়ে কানিজ ফাতেমা চৈতি ও বোন ডা: নাইমাসহ যান এমপি কাজী কেরামত আলী। গত ১ মে ওই হাসপাতালে এনজিওগ্রাম করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি রাজবাড়ী বার্তা ডট কম সম্পাদককে জানিয়েছেন, হাসপাতালে থেকে তার বাবার সুস্থতার সংবাদ পেয়ে তারা আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করেছেন। একই সাথে তার বাবা আজমীর শরিফ জিয়ারত করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তারা দেশে ফিরে আসনে। তিনি তার বাবা ও পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়