পাংশায় আ: লীগ নেতা হানিফ লস্করকে কুপিয়ে জখম

- Update Time : ১০:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ৫৩ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় হানিফ লস্কর নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার সময় পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর এলাকায় পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ লস্করকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। আহত হানিফ লস্করকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এলাকাবাসী জানিয়েছেন, হানিফ লস্কর স্থানীয় পুইজোর বাজার থেকে বাড়ি ফেরার পথে বিশ্বাস পাড়া নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা আক্রমণ করে। সন্ত্রাসীরা প্রথমে তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছড়তে ছুড়তে পালিয়ে যায়। স্থানীয় আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত শত্রুতার কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। তাকে কুপিয়ে জখম করা হয়েছে। তবে তাকে গুলি করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়