জুয়ার বোর্ডে রাজবাড়ী থানা পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ ৬ জুয়ারু গ্রেপ্তার
- Update Time : ০৬:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ২২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জুয়া খেলারত অবস্থায় রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাস ও নগদ টাকা উদ্ধার করার পাশাপাশি ৬ জন জুয়ারু গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত মোয়াজ্জেম মোল্লার ছেলে আজিজুল ইসলাম (৫৪), মৃত আবুল হোসেন ভুইয়ার ছেলে আব্দুল খালেক ভুইয়া (৫৩) ও মৃত আইজদ্দিন শেখের ছেলে মোঃ সেলিম শেখ (৪৮), ধুলদী লক্ষিপুর গ্রামের রমেশ ঘোষের ছেলে আনন্দ ঘোষ (৩২), মৃত মিনহাজ উদ্দীন মোল্লার ছেলে শাজাহান মোল্লা (৫৪) এবং নেফাজ উদ্দিন মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৫০)।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১টার দিকে এসআই মাসুদ মুন্সীর নেতৃত্বে ডিউটিরত থানার অন্যান্য সদস্যরা সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আইজুদ্দিন শেখের ছেলে সেলিম শেখের টিনের ঘরে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই ৬ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি এক সেট তাস ও নগদ ১০ হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মাসুদ মুন্সী বাদী হয়ে ওই ৬ জনকে আসামি করে রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়