মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো রাজবাড়ীর রাহুলের

- Update Time : ০৯:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পৃথক ৪টি মোটর সাইকেল সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন মোটর সাইকেল আরোহী আহত হয়েছে।
রবিবার রাত পৌনে ৮টার দিকে আশঙ্কাজনক ওই ৩ মোটর সাইকেল আরোহীকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ফরিদপুরে পাঠানো হয়। আহতরা (আশঙ্কানজক) হলো, রাহুল ইসলাম (২১), আব্দুর রশিদ (৩২) ও জিহাদ (২৫)। এদের মধ্যে রাহুল ইসলাম রাতে চিকিসাধিন অবস্থায় মারা যায়। রাহুল জেলা শহরের বড়লক্ষিপুর গ্রামের নাজির ইসলামের ছেলে। অন্য আহতরা হলো, জিহাদ (১৫), শিমুল (১৮), সজল (২০), আমজাদ (৩৩) ও ফারুক মিয়া (৩২)।
রাজবাড়ী সদর হাসপাতাল সুত্রে জানাগেছে, রবিবার বিকাল থেকে সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়, শ্রীপুর, দাদশী ইউনিয়নের সমেশপুর ও পৌর এলাকার ভবানীপুরে পৃথক ৪টি স্থানে মোটর সাইকেল ও কুকুরের সংর্ঘষ হয়। এতে আহত হয়ে ৮ জন রাজবাড়ী সদর হাসপাতালে আসে। এরমধ্যে গোয়ালন্দ মোড় এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে রাহুল ইসলামসহ ৩ জন, শ্রীপুরে মোটর সাইকেল ও কুকুর সংঘর্ষে ২ জন, দাদশীতে দুই মোটর সাইকেল সংর্ঘষে ২ জন এবং ভবানীপুরে দুই মোটর সাইকেল সংঘর্ষে ১ জন আহত হয়।
এ সময় স্থানীয় ও রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ জনকে আশঙ্কাজনক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়