রাজবাড়ীর মুকুন্দিয়ায় কাজী হেদায়েত হোসেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১১২ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়ায় কাজী হেদায়েত হোসেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এতে ১-০ গোলে বিজয়ী হয়েছে দয়ালবন্ধু ফুটবল একাদশ।এতে বিজয়ী হয়েছেন পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু ফুটবল একাদশ, রানার আপ হয়েছে গোয়ালন্দমোড় ফুটবল একাদশ।গত ২৫ অক্টোবর ১৬ টি দলের অংশগ্রহনে নক আউট পর্বে খেলা শুরু করা হয়।
শুক্রবার বিকাল চারটায় কাজী হেদায়েত হোসেন স্মৃতি ফুটবল একাডেমির আয়োজনে মুকুন্দিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ঘন্টা ব্যাপি খেলায় প্রথমার্ধে দয়ালবন্ধু ফটবল একাদশ গেয়ালন্দমোড় ফুটবল একাদশকে একটি গোল করে। দ্বিতীয়ার্ধে কোন গোল না হওয়ায় ১-০ গোলে পরাজিত হয় গোয়ালন্দমোড় ফুটবল একাদশ।এতে ১ গোলে বিজয় লাভ করে দয়ালবন্ধু ফুটবল একাদশ।এসময় বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর ও রানার আাপ দলকে ২৪ ইঞ্চি এলইডি রঙ্গিন টেলিভিশন দেওয়া হয়।
খেলায় সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন,অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শশাংক শেখর ভক্ত, ধারন সম্পাদক নুরুল ইসলাম মোল্লা,আবুজাফর আহাম্মেদ,মোঃ আবুল শেখ,কাজী হেদায়েত হোসেন স্মৃতি ফুটবল একাডেমির অন্যতম সদস্য মোঃ মিরাজ খান ও নাজমুল হাসান প্রিন্স প্রমুখ।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়