বালিয়াকান্দির ধর্মতলা আদর্শ স্কুলের শোক দিবসের অনুষ্ঠানে বাজলো হিন্দি গান
- Update Time : ০৬:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৩০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী ও শোক দিবস অনুষ্ঠানে রাজবাড়ী বালিয়াকান্দির ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ১০টার দিকে স্কুল বাড়ান্দায় সাউন্ড সিস্টেম বক্সে হিন্দি গান বাজানোর ৩৯ সেকেন্ডের একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।
এতে দেখাযায়, বালিয়াকান্দি জঙ্গল ইউপির ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবস পালনের জন্য আনা সাউন্ড সিস্টেম বক্সে হিন্দি গান বাজছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ বাছাড় বলেন, হিন্দি গান বাজার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তিনি স্কুলে আসার পর থেকে দেশের গান ও বঙ্গবন্ধুর ভাষন বাজানো হচ্ছে।
নাম প্রকাশে অনিইচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি বলেন, সকাল ১০টার কিছুটা আগে শোক দিবসের দিনে ধর্মতলা স্কুলে হিন্দি গান বাজার বিষয়টি তার চোখে পড়ে। ওই সময় তিনি হিন্দি গান বাজার দৃশ্য তার মোবাইল ফোনে ধারন করেন। জাতীয় শোক দিবসের বিষয়টি সবার জানা। কিন্তু কিভাবে একটি স্কুলে এমন ঘটনা ঘটে। সেটা তার বোধগাম্য নয়।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তার জানা নাই, তবে এরকম ঘটনা দুঃখজনক।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, স্কুলে হিন্দি গান বাজার বিষয়টি জেনে শিক্ষকদের কাছে ব্যাখ্যা চাইলে, তারা বলেন তারা স্কুলে আসার পূর্বে হয়তো সাউন্ড চেক করার সময় এমন ঘটনা ঘটেছে। তবে তাদের উপস্থিতিতে এমন কোন ঘটনা ঘটে নাই। তারপরও সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। আগামীকাল বিকাল ৪টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেবার কথা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়