বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দি গানের তালে ইউপি সদস্যের অশ্লীল নাচের ভিডিও ভাইরাল
- Update Time : ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ২০৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মহান বিজয় দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহন করে রাজবাড়ী বালিয়াকান্দির নবাবপুব ইউনিয়ন পরিষদ।
এই কর্মসূচির সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে একটি হিন্দি গানের তালে ইউনিয়নের ওয়ার্ড সদস্য (মেম্বর) আবু তালেবের অশ্লীল একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এতে বিভিন্নস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়।
মোবাইলে ধারন করা ১ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিওতে এমন নাচের চিত্র দেখা যায়।
নবাবপুরের ৯নং ওয়ার্ড সদস্য আবু তালেব বলেন, অনুষ্ঠানের সময় চেয়ারম্যান, মেম্বর, দলীয় নেতাকর্মীসহ অনেকে ছিলেন। গতবার তিনি একজনের সাথে নৃত্য করায় এবার সবার অনুরোধে তিনি স্ট্রেজে উঠে নৃত্য করেন। তবে পরবর্তীতে তিনি বিষয়টি ভেবে লজ্জা পেয়েছেন। এবং ভবিষৎতে আর এমন করবেন না দুঃখ প্রকাশ করেন।
নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজ ইকবাল বলেন, বিজয় দিবসে ইউনিয়ন আওয়ামী লীগ ও পরিষদ আলাদা আলাদা অনুষ্ঠান করেছে। তাদের অনুষ্ঠান ছিলো সোনাপুর বাজারের পার্টি অফিসে । আর চেয়ারম্যান করেছে পরিষদের সামনে। তাদের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে হিন্দিগান বাজিয়ে নৃত্যের বিষয়টি তিনি জানেন না। তবে এটা যদি হয়ে থাকে, তাহলে তারা ঠিক করেন নাই।
নবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, মহান বিজয় দিবস উদযাপনে তারা সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বিজয় র্যালি করেন। দুপুরে অসহায় দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ ও রাতে সাংস্কৃৃতিক অনুষ্ঠান করেন। এতে স্থানীয় লোকজন, দলীয় নেতাকর্মী, শিক্ষকসহ সুধিসমাজ উপস্থিত ছিলো। অনুষ্ঠানে দেশের গান বাজানো হয়েছে। ওই সময় উপস্থিত পাবলিকের অনুরোধে ওই মেম্বর স্ট্রেজে উঠে একটি গানের সাথে নৃত্য করেছে। এবং সে একজন সাংস্কৃতিক মনা মানুষ। তবে সেটা অশ্লীল কোন নৃত্য না। মাত্র কয়েক মিনিট গানটি বাজার পর বন্ধ করে দেয়া হয়। আর মেম্বরের সঙ্গে যে মেয়েটি নৃত্য করছে, সে বিকাশ শিল্প গোষ্ঠির।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়