রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর হোসনেয়ারা খাতুন

- Update Time : ০৭:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ২২০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : জল্পনা-কল্পনার হলো অবসান ঘটিয়ে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ হয়েছেন প্রফেসর হোসনেয়ারা খাতুন। তিনি বর্তমানে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারী কলেজ-২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, আগামী ১৬ ফেব্রুয়ারীর মধ্যে বর্তমান কর্মস্থাল থেকে অবমুক্ত হবেন।
জানাগেছে, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ পদটি বেশ কিছু দিন ধরে শূন্য অবস্থায় ছিলো। বর্তমানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকির মোঃ নুরুজ্জামান চলতি দায়িত্ব পালন করছেন। তবে তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন অধ্যক্ষ পদে আসার চেষ্টা করছেন।
যাদের মধ্যে ছিলেন, এ পদে আসতে চেষ্টা করছেন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.বি এম সাইফুর রহমান, রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনসহ আরো বেশ কয়েকজন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়