সোস্যাল ওয়েলফেয়ার এ্যাওয়ার্ড পেলেন দাদশীর চেয়ারম্যান দেলোয়ার
- Update Time : ০৭:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ১৬৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সোস্যাল ওয়েলফেয়ার এ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ দেলো।
বুধবার (১১ জানুয়ারী) দুপুরে দাদশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সনদপত্র পৌছে দেয় বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি।
এরআগে (৫ জানুয়ারী) বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি সোস্যাল ওয়েলফেয়ার এ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়।
এদিকে সোস্যাল ওয়েলফেয়ার এ্যাওয়ার্ড পাওয়ায় দাদশীর চেয়ারমান মোঃ দেলোয়ার শেখ দেলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শুভাকাঙ্খী ও সুধিজন।
দাদশী ইউপি চেয়ারমান মোঃ দেলোয়ার শেখ দেলো বলেন, ( ৫ জানুয়ারী ) তাকে বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির পক্ষ থেকে সমাজ সেবায় অবদানের জন্য সোস্যাল ওয়েলফেয়ার এ্যাওয়ার্ড-২০২৩ এর সম্মাননা গ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হয়। ওই দিন বিশেষ কাজের জন্য না যেতে পারায় আজ (১১ জানুয়ারী) দুপুরে কুরিয়ার সাভির্সের মাধ্যমে কর্তৃপক্ষ তার এ্যাওয়ার্ডটি পাঠিয়ে দিয়েছে। এতে তিনি মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির প্রতি কৃতজ্ঞা প্রকাশের পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবার পর এক বছর অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে সাধ্যমত জনগণের পাশে থেকে সেবার করার চেষ্টা করেছেন। তবে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবার আগে থেকেই জনগণের জন্য কাজ করে আসছেন। কিন্তু কিছু পাবার আশায় কাজ করেন নাই। তবে সোস্যাল ওয়েলফেয়ার এ্যাওয়ার্ড পাওয়ার পর তার এ কাজের ইচ্ছাশক্তি আরও বেড়ে গেছে। এভাবে তিনি সারাজীবন জনগণের পাশে থেকে সেবা দিতে পারেন। সে জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়