কালুখালীর মাদক সেবী আরিফসহ ৩ জনের ৬ মাস করে কারাদণ্ড
- Update Time : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে মাদক সেবনরত অবস্থায় অাটক হওয়া ৩ জনকে ৬মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহরের কালুখালীর বেড়িবাঁধ এলাকায় মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব জানিয়েছেন, সে সময় কালুখালীর রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া স্কুলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ মিয়া, তার সহযোগী সম্পদ ও শামীম মাদকদ্রব্য সেবন করছিলো। অটকের পর তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড এবং এক শত টাকা করে জরিমানা করা হয়। কারাদণ্ড প্রদানের পর পরই তাদের রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন, দন্ডপ্রাপ্তরা দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রয় করে আসছে। তারা দন্ডপ্রাপ্ত হবার পর অনেককেই আনন্দ প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়