পূর্ব শত্রুতার জের ধরে রাজবাড়ীতে বাড়ি ঘর ভাংচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ
- Update Time : ০৫:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৮১ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ভবদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘর ভাংচুর, স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটসহ বাড়ির মানুষদের মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সোমবার দুপুরে ৬ জনকে আসামী ও ২০/২৫ অজ্ঞাত আসামী করে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী ভুক্তভোগী মোছাঃ আছিয়া বেগম বলেন, এলাকার মো. লিটন, মুগ্ধ, মো. রিয়ান, মো. রাসেল, মো. নয়ন ও মো. আরিফসহ অজ্ঞাত আরো কয়েক জনের সাথে তাদের বিরোধ চলে আসছিলো। যার অংশ হিসেবে গত রবিবার বিকালে স্থানীয় আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সামনে দোকানে একদল সন্ত্রাসী আমার দোকানের সামনে লাঠি, লোহার রড, কাঠের বাটামসহ বিভিন্ন জিনিস নিয়ে আমার ছেলে রুহুলকে মারপিট করে। এর পর রাত সাড়ে সাতটার দিকে চিহ্নিত সন্ত্রসীরা আবার আমার বাড়িতে এসে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার ঘর, আমার ভাসুর বিষু ফকিরের ঘর ও রাইস মিলে ভাংচুড় চালায়। এতে ঘরের ৭ টি থাই জানালা, রাইস মিলের টিন ভাংচুর করে ধ্বংস করে। এ সময় বিষু ফকিরের ঘরে ঢুকে বিভিন্ন আসবাব পত্র ভাংচুর করে। চার ভড়ি সোনার গহনা, ক্যাশ বাক্স থেকে নগদ টাকা, সিগারেট, লুট করে নিয়ে যায়। এতে আমাদের সব মিলিয়ে পাঁচ লক্ষধিক টাকার ক্ষতি করে সন্ত্রাসীরা।
রাজবাড়ী থানার এসআই ফারুক জানিয়েছেন, রাতেই তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়