বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
- Update Time : ০৮:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ২১১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মাধব বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দু’টি ইউনিয়নের শত শত জনসাধারণ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর স্কুল মাঠ প্রাঙ্গণে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঢুমাইন ইউনিয়ন ও জঙ্গল ইউনিয়নের জনসাধারণের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, মধুখালী উপজেলার ঢুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন, বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল কুমার বসু, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ^াস, সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নারদ কুমার বাছাড়, সমাধিনগর বাজার বণিক সমিতির সভাপতি পিযুষ কুমার সরকার প্রমুখ।
বক্তারা বলেন, যুগ যুগ ধরে তিন জেলার সীমান্তবর্তী সমাধিনগর বাজারটি সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে চলে আসছে। কিছুদিন ধরে চিহিৃত সন্ত্রাসী ও অস্ত্রধারীরা তাদের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। তারই ধারাবাহিকতায় গত ১৯ মার্চ বিকেলে চাঁদাদাবী করে না পেয়ে রাজ কুমার সরকার ও সুরান মন্ডলকে গুলি করে সন্ত্রাসী মাধব বাহিনীর প্রধান মাধব সহ তার লোকজন। উত্তেজিত লোকজন সন্ত্রাসীদের ৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। দ্রুত সন্ত্রাসী মাধব বাহিনীর প্রধান মাধবকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের নিকট দাবী জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়