রাজবাড়ী জেলা আ’লীগের অফিস সহকারীকে চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা দিলেন প্রধানমন্ত্রী
- Update Time : ০৭:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১১৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বিষ্নু কর্মকার (৬০) এর চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অফিস সহকারী বিষ্নু’র হাতে অনুদানের চেক তুলে দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী সহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী উপস্থিত ছিলেন প্রমূখ।
এমপি কাজী কেরামত আলী বলেন, তাদের দলীয় কার্যালয় দেখাশুনাকারী বিষ্নু’র চিকিৎসার জন্য এরআগে দল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে সাহায্য চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীও তাকে আরও ২ লক্ষ টাকা দিয়েছে, সেই অনুদানের চেক তার হাতে তুলে দিলেন। প্রধানমন্ত্রী এভাবেই সবাইকে মূল্যায়ন করেন।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বিষ্নু কর্মকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী যে তাকে চিকিৎসার খরচ দেবে সেটা তিনি স্বপ্নেউ ভাবেন নাই। ওপরওয়ালা ওনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে, এই দোয়া করি।
তিনি আরও বলেন, তার হার্টে বড় ধরনের সমস্যা ধরা পড়ার পর বিষয়টি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী এমপি সহ দলীয় নেতাদের জানান। পড়ে দল থেকে তাকে চিকিৎসার জন্য ২ লক্ষ এবং আজ প্রধানমন্ত্রীর দেওয়া আরও ২ লক্ষ টাকা পেলেন। এ জন্য সবার প্রতি তিনি সারা জীবন কৃতজ্ঞ থাকেবে। এবং এখন দ্রুত ঢাকায় যাবেন চিকিৎসার জন্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়