বালিয়াকান্দিতে ভেজাল কারখানা থেকে ২টন সার জব্দ, মালিককে কারা ও অর্থদন্ড প্রদান
- Update Time : ০৭:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ৯২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভেজাল সার কারখানায় অভিযান চালিয়ে মালিক শরীফ শেখকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করাসহ ২টন ভেজাল সার জব্দ করেছে। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের দলিল উদ্দীন শেখের ছেলে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের শরীফ শেখের বাড়ীতে নকল সার কারখানায় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা ও উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী জানান, শরীফ শেখ নিজের বাড়ীতে ভেজাল সারের কারখানা গড়ে তোলেন। বাজারের নামিদামী কোম্পানীর প্যাকেট ব্যবহার করে ভেজাল সার বিক্রি করে আসছিল। এ সার ব্যবহার করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি প্রতারনার শিকার হচ্ছিল।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, শরীফ শেখ দীর্ঘদিন ধরে বাড়ীতে বিভিন্ন কোম্পানীর প্যাকেট ব্যবহার করে নকল সার বাজারজাত করে আসছিলেন। এ সার ক্রয় করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হওয়াসহ প্রতারিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানা মালিক শরীফ শেখকে আটক করা হয়। তাকে এক লক্ষ টাকা জরিমানা, ১৫দিনের কারাদন্ড ও অনাদায়ে আরও ১৫দিনের কারাদন্ড প্রদান করা হয়। এসময় বিভিন্ন ব্যান্ডের প্যাকেটজাতকৃত ২টন ভেজাল সার জব্দ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়