রাজবাড়ীর পদ্মায় অবৈধ ভাবে বাল্ক হেড থেকে চাঁদা আদায়ের সময় আটক ২, পুলিশে সোপর্দ
- Update Time : ০৬:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পদ্মায় অবৈধ ভাবে বালু বোঝাই বাল্ক হেড থেকে চাঁদা আদায়ের সময় স্থানীয়রা দুইজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার দুপুরে পদ্মার উড়াকান্দা এলাকায় বালু বোঝাই বাল্কহেড থেকে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন- রাজবাড়ী-(০২২) টোকেন বইয়ের নামে চাঁদা আদায়ের সময় হাতে নাতে আটক করে স্থানীয়রা।
আটককৃতরা হলেন, জেলা শহরের শ্রীপুর এলাকার আজাদ ও লক্ষীকোল রাজারবাড়ী এলাকার সাইদ হোসেন। এরা দুইজন বেশ কিছুদিন ধরে অবৈধ টোকেনের মাধ্যমে নদীতে চলাচলরত বাল্কহেড থেকে নামধারী টোকেনের মাধ্যমে ৫ শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত টাকা আদায় করে আসছিল। বৃহস্পতিবারও বালু ভর্তি মক্বাকা মদিনা-২, এর জয়নাল, ওমর-১ এর সুকানী সোহানসহ বেশ কয়েক জনের কাছ থেকে বিভিন্ন অংকে টাকা আদায় করে। পরে তাদেরকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ টাকা,ভুয়া ভাউচার বই,টোকেন সহ বিভিন্ন জিনিস উদ্ধার করে পুলিশ। পরে তাদের উড়াকান্দা থেকে সদর থানায় আনা হয়।
সদর থানার এসআই আবুল হোসেন জানান, আমি খবর পেয়ে নিজেই উড়াকান্দার নদী এলাকায় গিয়ে তাদের জনতার কাছ থেকে থানায় নিয়ে আসি। তাদের কাছ থেকে টোকেন বই,নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়