রাজবাড়ীতে ট্রাক চাপায় কুষ্টিয়ার স্বর্ণ ব্যবসায়ী নিহত
- Update Time : ০৭:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জেলা শহরের পুলিশ লাইন এলাকায় দ্রুতগতির ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার স্বর্ণ ব্যবসায়ী কোমল বিশ^াস (২৫) নিহত হয়েছে। কোমল বিশ^াস বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তালুক গ্রামের নারদ বিশ^াসের ছেলে এবং কুষ্টিয়া পৌরসভার আড়–য়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী।
নিহত কোমল বিশ^াসের ছোট ভাই প্রশান্ত বিশ^াস বলেন, তার ভাই কুষ্টিয়ায় অবস্থান করে সেখানে স্বর্ণ ব্যবসা করতেন। গত শনিবার বিকালে নিজস্ব মোটরসাইকেল নিয়ে তার ভাই কুষ্টিয়া থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যার দিকে রাজবাড়ী জেলা শহরের পুলিশ লাইন এলাকায় তিনি পৌছান। সে সময় পেছন থেকে দ্রুতগতির একটা ট্রাক তার ভাইকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন জানিয়েছেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই প্রশান্ত বিশ^াস বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে রবিবার দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়