ঢাকাThursday , 13 April 2023

গজল : ও মাটি রে, ও মাটি রে – লেখা ও সুর -শিউলী আক্তার

Link Copied!

রাজবাড়ী বার্তা ডট কম :

ও মাটি রে,,

ও মাটি রে,,

মরণ হলে মাটির বুকে

লাশ নিবে নিদ্রা”

লাশ হয়েই অন্ধকারে

রবে পড়ে একা”

শ্রবণে কথা শুনবে না!

আঁখি মিলে দেখবে না!

চার জন নিবে কাঁধে

নামাবে দু’জন কবরে,,

মাটির ঘরে রবে লাশ

আসবে সবাই চলে,,

পাতালের পানি মানে না!

কবর শেষ ঠিকানা!

কাপনের কাপড় রয় না

বেশি দিন লাশের সাথে,,

মাটির দেহ মাটিই খাবে

খোঁজ নেয় না কেউ এসে,,

রবি কাঁদে নিরবে!

কেমনে আলো দিবে কবরে!

লেখকঃ – লেখা ও সুর -শিউলী আক্তার 

(Visited 9 times, 1 visits today)