‘সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে’ রাজবাড়ীর শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ে তৈরী করা হচ্ছে মঞ্চ ও বাগান
- Update Time : ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ২৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরী করা হচ্ছে স্থায়ী পাকা মঞ্চ ও বাগান। এই মঞ্চ ও বাগানের দেয়ালে টেরাকোটার মনোরম কাজও করা হয়েছে।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ সংলগ্ন এই বিদ্যালয়টি ১৯৬২ সালে স্থাপিত। তবে দীর্ঘ দিনেও বিদ্যালয়টির দ্বিতল ভবন, বাউন্ডারি দেয়াল, গেট, মাঠে বৃষ্টির পানি জমা রোধ, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, স্থায়ী মঞ্চ, বাগান ও অভিভাবকদের বসবার কোন ব্যবস্থা করা সম্ভব হয়নি।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এক শ্রেণীর পরগাছাদের রক্তচক্ষু উপেক্ষা করে কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় “সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে” এ বিদ্যালয়ের নানা রকম উন্নয়ন কাজ পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে বিদ্যালয়ের সামনের সড়কে জেব্রা ক্রসিং স্থাপন, বিদ্যালয়ের প্রবেশ পথে খোয়া ও বালু ফেলে উন্নয়ন, বিদ্যালয়ের মাঠে মাটি ফেলে উচু করণ, প্রতিটা ক্লাসে প্রবেশের জন্য অভ্যন্তরিন ইটের রাস্তা নির্মাণ, বড় আকারের একটি পাকা স্থায়ী মঞ্চ নির্মাণ, দুই টি বাগান স্থাপন, এক সাথে ৭৫ জন অভিভাবকে বসবার জন্য পাকা সিট ব্রেন্স স্থাপন এবং মঞ্চ ও বাগানের দেয়ালে হরেক রকমের ছবি সম্বলিত টেরাকোটা স্থাপন করা হয়েছে। একই সাথে গ্রন্থাগার স্থাপন ও সেখানে নানা ধরণের পুস্তকের সমারহ ঘটানো হয়েছে। যারা এই সকল কাজে শ্রম, মেধা, অর্থ, দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।
তিনি মনে করেন, বিদ্যালয়ের উন্নয়নে আগামীতে সরকারি সহযোগিতা পেলে আরো নানা রকম উদ্যোগও গ্রহণ করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, সেই সাথে শিক্ষারমান বৃদ্ধির লক্ষে যুগউপযোগী নতুন স্কুল ড্রেস প্রদান, প্রতিমাসে ধারাবাহিক মূল্যায়ন এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হচ্ছে। চালু করা হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফ্রি কোচিং। বিজ্ঞান বিষয়ক কাযক্রমকে এগিয়ে নিতে স্থাপন করা হয়েছে ‘বিজ্ঞান ক্লাব’। ক্লাব করা হচ্ছে নিয়মিত অভিভাবক সমাবেশও। যা কোমনমতি শিক্ষার্থীদের পাঠ গ্রহণে সহায়ক হচ্ছে। একই সাথে নিয়মিতভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠ দান ও গ্রহণ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। যে কারণে অত্যান্ত সুন্দর ভাবে শিক্ষকরা পাঠ প্রদান করছেন। যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জাতীয় দিবস।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও পিটিএ কমিটির একাধিক সদস্য, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকরা এসকল কার্যক্রমে অনেক খুশি। তারা মনে করেন সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। ইতোপূর্বেও যদি এভাবে স্থানীয় উদ্যোগে বিদ্যালয় উন্নয়নে কাজ করা সম্ভব হতো, তাহলে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতো জেলা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বর্তমান কমিটি তাদের সকল প্রতিকুলতা উপেক্ষা করে উন্নয়ন কর্মকান্ডের এই ধারা অব্যাহত রাখবে এমনটাই মনে করেন তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়