রাজবাড়ী সাধারণ আইনজীবী সমিতির সম্মেলন, ওমর আলী সভাপতি, মঞ্জুর মোর্শেদ সম্পাদক নির্বাচিত
- Update Time : ১০:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৩০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে কর্মরত আইনজীবীদের সমন্বয়ে স্থানীয়ভাবে গঠিত তৃতীয় ধারার সংগঠন “সাধারণ আইনজীবী পরিষদ” এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাধারণ আইনজীবী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম। সম্মেলনে বক্তৃতা করেন সাধারণ আইনজীবী পরিষদের সদস্য সচিব ও রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. মোঃ মঞ্জুর মোর্শেদ, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. এ.টি.এম মোস্তফা, সিনিয়র আইনজীবী মোল্লা নিয়াজ মোহাম্মাদ আইয়ুব, জেলা বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস ও রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নবনির্বাচিত সহ-সম্পাদক এ্যাড. খান মোঃ জহুরুল হক।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ ওমর আলীকে সভাপতি ও রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. মোঃ মঞ্জুর মোর্শেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তার হলেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম কার্যকরী সভাপতি, এ্যাড. মোল্লা নিয়াজ মোহাম্মাদ আইয়ুব সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র এ্যাড. স্বপন কুমার বিশ^াস, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, এ্যাড. এ.টি.এম মোস্তফা, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাড. এ.কে.এম শহিদুজ্জামান, এ্যাড. খোন্দকার হাবিবুর রহমান (বাচ্চু), সিনিয়র এ্যাড. মারুফ উল হাসান শামীম ও এ্যাড. মোঃ আবুল হোসেন মোল্লা সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এ্যাড. অশোক কুমার ঘোষ, এ্যাড. আব্দুল মাজেদ, এ্যাড. খান মোঃ জহুরুল হক ও এ্যাড. মোঃ রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, এ্যাড. মোঃ তসলিম আহমেদ তপন অর্থ সম্পাদক, এ্যাড. বিপ্লব কুমার রায় সাংগঠনিক সম্পাদক, এ্যাড.সুখেন্দু চক্রবর্তী দপ্তর সম্পাদক, এ্যাড. সাগর আলী খান প্রচার সম্পাদক, এ্যাড. মনোয়রা খাতুন সমাজ কল্যাণ সম্পাদক, এ্যাড. সাখাওয়াত হোসেন (সালেহ) ক্রীড়া ও সাহিত্য সম্পাদক, এ্যাড. অভিজিৎ সোম (অভি) তথ্য ও গবেষণা সম্পাদক এবং এ্যাড. রেহেনাজ পারভীন সালমা মহিলা সম্পাদক। এছাড়া ২৮ জনকে কার্যকরী সদস্য করে মোট ৫১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়