রাজবাড়ীতে পৃথক সড়ক দুঘর্টনায় আ:লীগ নেতা মান্নান গাজীর ছেলে শুভসহ নিহত ২
- Update Time : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ২০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরী ঘাট এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় নুকাই সরদার (৭৫) ও জেলা শহরের আলগাজ্জালী স্কুল এলাকায় প্রাইভেটকার চাপায় সৈকত উজ্জামান শুভ গাজী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নুকাই সরদার সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের আবদুল জব্বার সরদারের ছেলে এবং শুভ গাজী সদর উপজেলার কোলারহাট গ্রামের আওয়ামীলীগ নেতা অধ্যাপক মান্নান গাজীর ছেলে। এ সময় শুভ গাজীর মোটরসাইকেলে থাকা রাজু শেখ মারাত্বক আহত হয়েছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রবের বাড়ীর সামনের ও বিকেল ৩টার দিকে রাজবাড়ী শহরের শ্রীপুর আল গাজ্জালী স্কুলের সামনে রাজবাড়ী-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
শুভ গাজী ও তার সহযোগি রাজুকে দ্রুত গতির একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে শুভ গাজীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় রাজুকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয়বাসিন্দা বেথুলিয়া বারলা হুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক গোলাম আযম বলেন, নুকাই সরদার বাড়ির পাশে রাস্তার ওপর বসা ছিলেন। এসময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। গাড়ির চালক পালিয়ে গেছে। প্রাইভেটকারটি পালিয়েছে। আটকের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়