রাজবাড়ীতে গণধর্ষণের দায়ে কবিরাজ ও তার সহকারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
- Update Time : ০৭:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ২৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঝাড় ফুকের কথা বলে দুই সন্তানের জননীকে গণধর্ষণের দায়ে কবিরাজ ও তার সহকারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রবিবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ সাব্বির ফয়েজ এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ (৫২) এবং তার সহযোগি চর বাগমারা গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৩৫)।
ঘটনার স্বীকার ওই নারী (৩৮) জানান, তিনি বেশ কিছু দিন শরীর হাত,পাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা জনিত রোগে ভুগছিলেন। তাই সুস্থ হতে তিনি মান্নান কবিরাজের কাছ থেকে ওষুধ সেবন করছিলেন। এরই অংশ হিসেবে ২০২১ সালের ১৩ এপ্রিল সাড়ে ১০টার দিকে ঝাড় ফুকের কথা বলে তাকে একটি মাঠের মধ্যে নিয়ে যায় মান্নান কবিরাজ ও ফারুক বিশ্বাস ভয় ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
রাজবাড়ী থানার তৎকালিন অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, ওই নারী বাদী হয়ে একই বছরের ১৫ এপ্রিল রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের মাত্র চার ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করে তারা আদালতে পাঠান। দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত মান্নান কবিরাজ ও ফারুক বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের পেশকার আব্দুস সাত্তার বলেন, উভয় আসামির উপস্থিতিতে আদালত এই রায় প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়