রাজবাড়ী জেলা বারের আইনজীবিদের সাথে প্রধান বিচারপতির মতবিনিময়
- Update Time : ০৮:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ১৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বারের দীর্ঘদিনের বিদ্যমান সমস্যা উত্তোরণের লক্ষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছেন জেলা বারের আইনজীবি নেতৃবৃন্দ।
বুধবার বিকালে প্রধান বিচারপতির দপ্তরে জেলা বারের দীর্ঘদিনের বিদ্যমান সমস্যা উত্তোরণের লক্ষে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বারের সাবেক সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. মোঃ রফিকুল ইসলাম রফিক, এ্যাড. অভিজিৎ সোম, এ্যাড. মনোয়ারা খাতুন ও এ্যাড. রেহেনাজ পারভীন সালমা প্রমুখ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মতবিনিময় কালে রাজবাড়ী জেলা বারের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে আশ্বাস্থ করেন।
পরে আইনজীবি নেতৃবৃন্দ হাইকোর্ট বিভাগের বিচারপতি এস,এম কুদ্দুস জামানের সাথেও মতবিনিময় করেন।
রাজবাড়ী জেলা বারের বিদ্যমান সমস্যা নিয়ে মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাহেবের সাথে নিজ দপ্তরে রাজবাড়ী জেলা বারের নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
এসময় জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ্যোড স্বপন সোম, সাধারণ সম্পাদক বিজন কুমার বোস, যুগ্ম সম্পাদক অ্যাড খান মোঃ জহুরুল হক, সদস্য মোঃ রফিকুল ইসলাম, অভিজিৎ সোম অভি, মনোয়ারা খাতুন, রেহেনাজ পারভীন সালমা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সমস্যা সমাধানের আশ্বাস দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়