রাজবাড়ীতে ছাত্রকে বলাৎকার করায় মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার
- Update Time : ০৯:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ ছয় মাস ধরে ৮বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে মঙ্গলবার সকালে ওই ছাত্রের মা বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলায় রাজবাড়ীর নিজাতপুর আব্দুল করিম খান হাফিজিয়া কওমি মাদ্রাসার শিক্ষক ও নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দের চর গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে মোঃ ইমদাদুল্লাহ (২৮) কে আসামি করা হয়েছে। পুলিশ শিক্ষক ইমদাদুল্লাহকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
ওই ছাত্রের মা জানিয়েছেন, এক বছর পূর্বে তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করা হয়। এর মধ্যে গত ৬ মাস ধরে শিক্ষক ইমদাদুল্লাহ জোর পূর্ব তার ছেলেকে বলাৎকার (ধর্ষণ) করে আসছে। এই সময়কালে তিনি সপ্তাহে দুইবার মাদ্রাসায় এসে ছেলেকে দেখে যেতেন। তবে ছেলে এখানে থাকবে না বলে জানায়। যদিও তিনি বিষয়টার গুরুত্ব দেননি। ভেবেছেন পড়া ভালো লাগেনা বলে, বাড়ী চলে যেতে চাচ্ছে তার ছেলে। এরই মাঝে গত সোমবার রাত ১১টার দিকে শিক্ষক ইমদাদুল্লাহ তার ছেলেকে নিজ বিছানা থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং বলাৎকার করে। ওই সময় তার ছেলে চিৎকার করলে শিক্ষক ইমদাদুল্লাহ পালিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় শিক্ষক ইমদাদুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়