রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় মোস্তফা মেম্বার ফের গ্রেপ্তার

- Update Time : ০৫:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফিজুর রহমান ওরফে মোস্তফা মেম্বার (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের বাড়ী থেকে রাজবাড়ী থানা পুলিশ গ্রেপ্তার করে। মোস্তফা মেম্বারের বাবার নাম মৃত তমিজ উদ্দিন।
জানাগেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকার গোলচত্বরে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় আহত রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৩০ আগস্ট ২০২৪ তারিখে একটি মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মিকাইল হোসেন অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে মোস্তফা মেম্বারকে গ্রেপ্তার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় অপর একটি মামলায় মোস্তফা মেম্বার ইতোপূর্বে গ্রেপ্তার হয়েছিলো। বর্তমানে তিনি ওই মামলায় আদালতের দেয়া জামিনে ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়