রাজবাড়ীতে সৎ মেয়েকে অচেতন করে ধর্ষণ
- Update Time : ১০:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সৎ মেয়ে (১৩) কে অচেতন করে ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ করে তা প্রবাসী মা’কে পাঠানো এবং প্রবাসী বেতনের টাকা প্রতিমাসে পাঠানো না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকী প্রদানের করেছে এক পাষন্ড। লোকমান খান (৪০) সৎ বাবা নামে ওই পাষন্ড রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়ার পারসাদীপুর গ্রামের মৃত তোরাপ আলী শেখ ওরফে ধাইনে ফকিরের ছেলে।
এ ঘটনায় শনিবার সকালে ওই মেয়েটির ফুপু বাদী হয়ে সৎ বাবা লোকমান খান এবং লোকমানের সহযোগি একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে রানা শেখ (২০) কে আসামি করে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী জানিয়েছেন, লোকমান শেখ তার ভাইয়ের স্ত্রীর দ্বিতীয় স্বামী। যে কারণে তার ভাইয়ের মেয়েটি তাদের কাছে থাকে। যদিও তার ভাইয়ের স্ত্রী প্রাবাসে থাকেন। গত ২৯ এপ্রিল সন্ধ্যায় তার ভাতিজিকে লোকমান খান ও রানা শেখ তাদের বাড়ী থেকে নিয়ে যায় এবং যাবার পথে কোমন পানিও-এর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে। একই দিন রাত ১০টার পর লোকমান তার নিজ ঘরে মেয়েটিকে ধর্ষণ করে এবং তার ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও প্রবাসে থাকা মেয়েটির মাকে পাঠায়। সেই সাথে বলে প্রবাসে আয় করা টাকা প্রতিমাসে তাকে না পাঠালে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই হুমায়ন রেজা জানিয়েছেন, মামলা আসামি রানা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি লোকমান খানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়