বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা জানালেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা

- Update Time : ০৯:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ৮৪৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু’র শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন, রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।
বুধবার দুপুরে এই ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
সে সময় রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনের ২ নং সদস্য পদে সফুরা খাতুন, রাজবাড়ী জেলা সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনের ১ নং সদস্য মিসেস সাহানা বেগম, রাজবাড়ী সদর উপজেলা নিয়ে গঠিত ১ নং সাধারণ সদস্য মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আজম আলী মন্ডল,
গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত ২ নং সাধারণ সদস্য উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, পাংশা উপজেলা নিয়ে গঠিত ৩ নং সাধারণ সদস্য আওয়ামী লীগ নেতা গোবিন্দ কুমার কুন্ডু, বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত ৪ নং সাধারণ সদস্য নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বারিক বিশ্বাস, কালুখালী উপজেলা নিয়ে গঠিত ৫ নং সাধারণ সদস্য মাঝবাড়ী ইউপির সাবেক সদস্য মোঃ ইউসুফ হোসেন সহ আওয়ামী লীগের দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও পরে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়