আত্মগ্লানি থেকে বাঁচতে স্কুল জীবনের ট্রেনের ভাড়া পরিশোধ করলেন রাজবাড়ীর বৃদ্ধ নওশের আলী
- Update Time : ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
১৯৬৯ সাথে এসএসসি পাস করেন বৃদ্ধ নওশের আলী শেখ (৭১)। উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীনের সমাপ্তি’র পর অবসর জীবন অতিবাহিত করছেন এখন তিনি। জীবনের শেষ সময়ে এসে আত্মগ্লানি তাকে পেয়ে বসেছে। আর ওই আত্মগ্লানির কারণ তিনি এসএসসি পরীক্ষায় পাস করার পর ভর্তি হন রাজবাড়ী সরকারী কলেজে। সে সময় ট্রেন যাত্রী হিসেবে নিয়মিত ভাবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামের নিজ বাড়ী থেকে পাশ^বর্তী আড়কান্দি ষ্টেশন হয়ে কলেজে আসা-যাওয়া করতেন তিনি।
বৃদ্ধ নওশের আলী শেখ রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, ছাত্র থাকা অবস্থায় কখনো ট্রেনের টিকেট কেটেছেন আবার কখনো কাটেননি। ফলে ট্রেনের ভাড়া বকেয়া থাকাটা স্বাভাবিক। যে কারণে তার ছাত্রাবস্থায় ট্রেনে যাতায়াতের ভাড়া হিসেবে করে আনুমানিক অংক তিনি নিজেনিজেই নির্ধারণ করেছেন। যার পরিমান দাড়িয়েছে ৫ হাজার টাকা। ওই টাকা তিনি শনিবার সকালে নিয়ে আসেন রাজবাড়ী রেলষ্টেশনে। পরবর্তীতে রেলষ্টেশন মাষ্টারের সহযোগিতায় ট্রেনের টিকেট কালেক্টর মোকলেছুর রহমান সাগরের হাতে টাকা তুলে দেন এবং ৫ হাজার টাকার টিকেট গ্রহণ করেন।
ট্রেনের টিকেট কালেক্টর মোকলেছুর রহমান সাগর বলেন, বিষয়টা অধিক ব্যতিক্রমী। ইতোপূর্বে টিকেট না কাটা অনেকেই তাদের কাছে স্বল্প পরিমান অর্থ ফেরৎ দিয়েছেন। তবে নওশের আলী শেখের মত এতো টাকা ভাড়া কেউ পরিশোধ করেননি।
নওশের আলীর ছোট ভাই তোফাজ্জেল হোসেন রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, তার ভাই পরিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েই ট্রেনের ভাড়া পরিশোধের সিদ্ধান্ত নিয়েছেন। এতো তারা অনেক খুশি।
রেলওয়ের সাবেক টিকেট কালেক্টর সুবোধ কুমার ভৌমিক ও সহকারী কৃষি অফিসার অরুন কুমার সরকার রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, নিঃসন্দেহে এটা একটা মহতি কাজ। প্রতিটি মানুষ তার আত্মউপলব্ধির জায়গা থেকে নিয়মিত ট্রেনের ভাড়া এবং বকেয়া ভাড়ার টাকা সরকারী কোষাগারে প্রদান করাটা জরুরী। নওশের আলী শেখ যেটা করেছে, এটাই হলো মনুষত্ব। তার এই কার্যক্রম দেখে অনেকই হয়তো উদ্বুদ্ধ হবেন।
রাজবাড়ী রেলষ্টেশন মাষ্টার তন্ময় দত্ত রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, নওশের আলী শেখ ভাড়া পরিশোধের বিষয়টি বলায়, তিনি তা সাদরে নিয়েছেন এবং ভাড়া পরিশোধের পুরো কার্যক্রমে সহায়তা করেছেন। তিনিও মনে করেন, আত্মউপলব্ধি থাকলে রেলেওয়ের উন্নয়ন ঘটবেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়