রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি না মানলে ইপিআই কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

- Update Time : ০৫:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ২ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
“বৈষম্যের ঠাঁই নাই, নিয়োগবিধি সংশোধন চাই”-এই স্লোগানকে সামনে রেখে নিয়োগবিধি সংশোধন, বেতন গ্রেড, টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজবাড়ীর স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজবাড়ী জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের চেষ্টা করছি। দাবি আদায় না হওয়ায় এবার আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যদি দ্রুত দাবি পূরণ না হয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেবো।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক পর্যায়ে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকলেও তারা উপযুক্ত স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত। নিয়োগবিধিতে বৈষম্য, বেতন কাঠামো ও পদমর্যাদায় অসামঞ্জস্য দূর না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু নাছির উজ্জ্বল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা মুখপাত্র এসএম সবুজ শাহীন।
এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়