রাজবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা : ধূমপান ও পরিবেশ আইনে জরিমানা

- Update Time : ০৮:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ২ Time View
আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এবং পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ এর সঠিক বাস্তবায়নে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
রবিবার বিকাল ৪টা থেকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর জামাই পাগলের মাজার ও খানখানাপুর ব্র্যাক পড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলার দুইজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদ আহমেদ এবং আবু বকর সিদ্দিক।
মোবাইল কোর্টে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১) ধারায় একটি প্রতিষ্ঠানের মালিককে অপরাধ স্বীকারের পর একটিমাত্র মামলায় ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশ আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় দুইজন ট্রাকচালককে পৃথক দুটি মামলায় মোট ২০০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোবাইল কোর্টে মোট ২২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন সূর্য্য কুমার প্রামানিক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ী। এছাড়া অংশ নেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী’র পরিদর্শক জনাব ইমরান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার মোঃ রাজু আহমেদ। শৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী পুলিশ লাইনের একটি দল মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়