ফেন্সিডিল, নগদ টাকা ও প্রাইভেটকারসহ গোয়ালন্দের ব্যবসায়ী শাহিনসহ গ্রেপ্তার ২
- Update Time : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ২০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের প্রচার সম্পাদক শাহিন শেখসহ দুই আন্তঃজেলা মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। তাদের কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ টাকা ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওয়াপাড়ার মৃত ফাকু বিশ্বাসের ছেলে জসিম বিশ্বাস (৩২) ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পৌর শহরের জুরান মোল্লার পাড়া এলাকার ওসমান শেখের ছেলে ও গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের প্রচার সম্পাদক শাহিন শেখ (৩৫)।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মরিচ বাজারের এলপিজি (গ্যাস) পাম্প এলাকায় একটি মাদকের চালান নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল মাইজকান্দি মোড়ে অবস্থান গ্রহণ করে এবং র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তারকৃত আন্তঃজেলা দুই মাদক কারবারীর কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বিক্রির ৬৪ হাজার ৭শ নগদ টাকা ও ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেটকার সহ তাদের গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিপিসি-২ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে এম শাইখ আকতার বলেন, তাদেরকে বেশ কিছুদিন নজরে রাখা হচ্ছিল। এরমধ্যে শাহীন গাড়ি চালিয়ে এগুলো বিক্রির সাথে জড়িত থাকে। সে নিয়মিত এ কাজের সাথে জড়িত। এ তথ্য তাদের কাছে বেশ কিছুদিন ধরেই ছিল। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়