বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে রাজবাড়ীতে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

- Update Time : ১০:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১৩৪ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই জিলাল খাঁ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে। জিলাল খাঁ, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা গ্রামের হামিদ খাঁর ছেলে।
মঙ্গলবার বিকেল ৩টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোঃ রুহুল আমীন এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা গ্রামের হামিদ খাঁর বড় ছেলে সালাউদ্দিন খাঁকে গাছের আম পাড়াকে কেন্দ্র করে ২০১৪ সালের ২ জুন ভোর ৬টার সময় বাড়ীর রান্না ঘরের পিছনে তার ছোট ভাই জিলাল খাঁ ধারালো দা কুপিয়ে কোপ মারেন। এতে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের স্ত্রী জাহেদা বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৪ এপ্রিল জিলাল খাঁ গ্রেপ্তার হন। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
আসামী পক্ষের আইনজীবি এ্যাড. কেএ বারী বলেন, মামলাটি খালাস পাওয়ার যোগ্য ছিল। এ আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করবো। এ মামলায় আসামী খালাস পাবেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. উজির আলী শেখ বলেন, আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে হত্যা করে ছোট ভাই। এ অভিযোগটি প্রমানিক হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে সমাজ থেকে অন্যায় দুর হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়