গোয়ালন্দে বাল্যবিয়ে ও দারিদ্রতায় ঝড়ে পড়ল ৪১ এসএসসি পরিক্ষার্থী
- Update Time : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ২৪৬ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
সদ্য সমাপ্ত এসএসসি পরিক্ষায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঝড়ে পড়েছে ৪১ জন শিক্ষার্থী। ফরম পূরন করার পরও তারা পরীক্ষা দিতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন,মেয়েদের অধিকাংশই বাল্য বিয়ের শিকার হওয়ায় এবং ছেলেরা দারিদ্রতার কারনে সংসারের হাল ধরতে কাজে চলে যাওয়ায় তারা পরিক্ষা দিতে পারেনি। এ ক্ষেত্রে অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যাবস্হার নেয়া গেলে ভবিষ্যতে ঝড়ে পড়ার এ হার কমে আসত বলে তাদের অভিমত।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরিক্ষায় ১ হাজার ১৫৮ জন পরিক্ষার্থী ছিল।তবে এর মধ্যে ২০ জন ছাত্রী এবং ৭ জন ছাত্র পরিক্ষায় অনুপস্থিত ছিল। মাদ্রাসা কেন্দ্রে ১২৫ জনের মধ্যে ২ জন ছাত্রী এবং কারিগরি শিক্ষায় ৭৩ জনের মধ্যে ৮ জন ছাত্রী ও ৪ জন ছাত্র অনুপস্থিত থাকে।
দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের পরিক্ষার্থী মৌসুমি আক্তার জানান,তার বান্ধবী যুথি আক্তারের পরিক্ষার কিছুদিন আগে বিয়ে হয়ে যায়।এ কারনে সে পরিক্ষা দিতে পারেনি। তার বর ফরিদপুর জাজ কোর্টে চাকরি করে। জামতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জোহানা আক্তার জানান, তাদের সহপাঠী সখিনার বাবা দরিদ্র রিক্সাচালক। পরিক্ষার মাত্র এক মাস আগে তার বিয়ে হয়ে যায়।
দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রদান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম জানান, তার স্কুলের একটি মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় এসএসসি পরিক্ষা দিতে পারেনি। আমরা এসব ক্ষেত্রে সচেতনতাধর্মী কাজ করে থাকি।তবে শতভাগ সফল হওয়া কঠিন। এ ক্ষেত্রে কখনো কখনো আইনের কঠোর বাস্তবায়ন করা জরুরি।
গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি কেন্দ্রের সচিব মিজানুর রহমান বলেন, তার কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ১ হাজার ১৫৮ জন। এর মধ্যে বিভিন্ন স্কুলের ২০ জন মেয়ে ও ৭ জন ছেলে অনুপস্থিত থাকে।
খোঁজ নিয়ে জানতে পারি, মেয়েদের অধিকাংশের বাল্য বিয়ে হয়ে যাওয়ায় এবং ছেলেরা সংসারে অভাব-অনটনের কারণে কাজে যোগ দিয়ে এলাকার বাইরে চলে গেছে। এসএসসি’র ফরম পূরন করেও পরিক্ষা না দিয়ে তাদের এভাবে ঝড়ে পড়াটা খুবই দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়