গোয়ালন্দে কৃষকের গরু চুরি করে জবাই, জড়িত ৩ যুবক গ্রেফতার

- Update Time : ০৮:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৭০ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া হুকুম মাতুব্বর পাড়ায় ২৬ মার্চ গভীর রাতে শামছুল হক নামের এক কৃষকের গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি বড় ষাড়গরু চুরি করে নিয়ে যায়। যার মূল্য অনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। চুরি করা গরুটি বাড়ীর পাশে ওমেদ আলী সরদারের বাঁশ বাগানে নিয়ে জবাই করে শুধুমাত্র গরুর পা দুই পা নিয়ে যায় চোরেরা। ধারনা করা হচ্ছে আশপাশের লোকজন সেহেরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে যাওয়ায় গরুর অবশিষ্ট মাংস নিয়ে যেতে পারেনি চোরেরা।
ঘটনার পাঁচদিন পর গোয়ালন্দঘাট থানা পুলিশ গত ৩১ মার্চ দিনগত রাত ১২ টার দিকে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করে। তারা হলো পাশ্ববর্তী চর দৌলতদিয়া হামেদের হাট সংলগ্ন সাহেব শেখের ছেলে শামীম শেখ(২৫) এবং দৌলতদিয়া মিনাজউদ্দিন পাড়ার সিদ্দিক মৃধার ছেলে সবুজ মৃধা(১৯)। জিজ্ঞাসাবাদে তারা উভয়ে ঘটনার সাথে জড়িত থাকার কথা পুলিশের নিকট স্বীকার করে এবং জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে।
এদিকে গ্রেফতার আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ১ এপ্রিল শনিবার এ ঘটনায় জড়িত মোঃ হারুন বেপারী (২৭) নামের আরো এক যুবককে গ্রেফতার করে। সে দৌলতদিয়া মিনাজ উদ্দিন পাড়ার মোঃ বারেক বেপারীর ছেলে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গরু জবাই কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেফতারকৃত তিন আসামিকে শনিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামীরা সকলে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। এই বিষয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা নং-৩৩, তারিখ- ৩১/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০ রুজু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়