ডেঙ্গুতে অন্তঃস্বত্তা রাজবাড়ী সরকারী কলেজের ছাত্রী রুমা’র মৃত্যু
- Update Time : ০৯:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ২২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ছয় বছর পূর্বে বিয়ে হয়েছিলো রুমা বিশ^াস (২৬) এর। দীর্ঘ প্রতিক্ষারপর অবশেষে নয় মাসের অন্তঃস্বত্তা হন তিনি। আগামী মাসে ঘর আলো করে পৃথিবীতে আসার কথা ছিলো তার প্রথম সন্তানের। রুমা রাজবাড়ী সরকারী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে এবং একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে গতকাল বুধবার (২৬ জু্লাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই অন্তসত্ত্বা নারীর মৃত্যু হয়।
রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী ।
এ নিয়ে রাজবাড়ী থেকে রেফার করা ২ জন ডেঙ্গু রোগী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো। তবে এখন পর্যন্ত রাজবাড়ীতে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায় নাই।
নিহত রুমার স্বামী লিটন ঘোষ বলেন, তার স্ত্রী রুমা বিশ্বাস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু রোগ সনাক্ত হয়। ওইদিন বিকালে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার তার অবস্থা অবনতি হলে বিকালে তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন বলেন, বালিয়াকান্দি জঙ্গলের এক নারী ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এবং নিয়ে রাজবাড়ী থেকে রেফার করা দুই জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ফরিদপুর হাসপাতালে মারা গেলো। জনগণকে আরও বেশি সচেতন হতে হবে।
তিনি আরও জানান, জেলায় প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। এদের কেউ জেলার বাইরে থেকে আবার অনেকে নিজ জেলা থেকেই আক্রান্ত হচ্ছে। ফলে সচেতনতার বিকল্প নাই। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৯) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়