রানার্স আপ হওয়া রাজবাড়ীর ফুটবল দল ট্রফি পেলো প্রধানমন্ত্রীর হাত থেকে

- Update Time : ০৯:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ৩১৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজধানী ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রানার্স আপ হবার গৌরব অর্জন করেছে।
খেলা শেষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানার্স আপ হওয়া বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন।
ফাইনাল খেলায় রাজবাড়ীর বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বনাম রংপুর বিভাগের নীলফামারী জেলার পুর্বপঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল অংশ গ্রহণ করে।
খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, একই মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

সে সময় উপস্থিত থেকে রাজবাড়ী জেলার খেলোয়াড়দের শুভকামনা জানান রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়