গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা শফিউদ্দিনকে রাজাকার বলছে এলাকাবাসি, সংবাদ সম্মেলন
- Update Time : ১০:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মোঃ শফিউদ্দিন বিশ্বাস (৬৭) এলাকায় চিহিৃত রাজাকার, কিন্তু নাম রয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার তালিকায়। এই অভিযোগে মুক্তিযোদ্ধার গেজেট থেকে এই রাজাকার (মুক্তিযোদ্ধা)’র নাম সহ সনদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মসলিশপুরের বড় রোঘনাথপুর বটতলা বাজারে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত শফিউদ্দিন বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মসলিশপুরের মৃত কালু বিশ্বাসের ছেলে। তারা ৪ ভাই ১ বোন। ভাইদের মধ্যে সে তৃতীয়। তার মুক্তিযুদ্ধের গেজেট নং- ৭৯ এবং মুক্তিবার্তা নম্বর : ০১১১০১০৪০৫।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া।
এ সময় শফিউদ্দিনের ভাই নাজিমুদ্দিন বিশ্বাস, আলাউদ্দিন বিশ্বাস, ভাগ্নে দেলোয়ার হোসেন, স্থানীয় পরান খা, আব্দুর রহমান খা, দিনেশ মালাকার, অসিত কুমার নাগ সহ স্থানীয় এলাকাবাসী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শফিউদ্দিন বিশ্বাস মুক্তিযোদ্ধা না, সে রাজাকার। যুদ্ধের সময় সে পাকবাহিনীর সাথে হাত মিলিয়ে তার নিজবাড়ী সহ এলাকার সবার বাড়ীর গাছের ফল-মুল লুট, বহু বাড়ি-ঘরে অগ্নিসংযোগ সহ অত্যাচার করেছে। যুদ্ধের সময় এলাকাবাসী জোট বদ্ধ পাহারা দিলেও শফিউদ্দিনকে তারা কখনও দেখেন নাই। কিন্তু দেশ স্বাধীনের পর সে নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেন। এবং এখন সরকারী ভাতা সহ সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় তার ছেলের চাকুরীও দিয়েছে। বর্তমানে সে এলাকায় মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে অন্যায় অত্যাচার করছে। কোন সালিশ বিচার মানছে না। যার কারণে এলাকাবাসীসহ তার ভাই-ভাগ্নেরা অতিষ্ঠ হয়ে ২৯ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত গণপিটিশন/অভিযোগ দিয়েছেন। এবং আজ সাংবাদ সম্মেলন করেছেন।
তারা আরও বলেন, যথাযথ কর্তৃপক্ষকে এলাকায় এসে যাচাই-বাছাই করলেই জনাতে পারবে শফিউদ্দিন ভুয়া মুক্তিযোদ্ধা । তাই এই ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট থেকে নাম বাতিল করা সহ সরকারী ভাতার টাকা ফেরত এবং বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
এদিকে অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন নিজেকে সঠিক মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, তার মুক্তিযোদ্ধার সকল সদনপত্র রয়েছে। পৈতিক সুত্রে পাওয়া নিজের সম্পত্তির ভাগ ভাইদের না দেওয়ায় তার বিরুদ্ধে এলাকার কিছু সুবিধাবাদীদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এতে তিনি বিচলিত না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়