৪৮ টাকায় ৩ মাসের কোর্স, বিদেশ গিয়ে মিলবে ডাবল বেতন !
- Update Time : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রায় ৪শ জন বিদেশগামী কর্মীদের মাঝে সনদপত্র বিতরণ ও প্রায় শতাধিক কর্মীর ব্যাংক একাউন্ট খোলা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে রাজবাড়ীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজন ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী ব্রাক ব্যাংকের এড়িয়া ম্যানাজার ওমর ফারুক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোঃ নুর ইসলাম ও সাইফুল ইসলাম।
এ সময় বিদেশ গমনের প্রয়োজনী কাগজপত্রাদি সহ সকল কিছু সাবধানে রক্ষণাবেক্ষণ করা ও পাসপোর্ট সার্বক্ষনিক সাথে রাখা সহ দেশের নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে আপনারা দেশের একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে দেশের সেবা করবেন।
ওই সময় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মেদ বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৯টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। মাত্র ৪৮ টাকা খরচ করে ৩মাসের প্রশিক্ষণ নেয়া যায়। আর এ প্রশিক্ষণ শেষে বিদেশ গেলে দুই থেকে চার গুন বেতন বেশি পাওয়া যাবে।
তিনি আরো বলেন, আপনারা অবৈধভাবে টাকা পাঠাবেন না, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সরকারের কাছে টাকার হিসাব থাকে। এবং এর মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। সরকারের ঘোষণা অনুযায়ী ২০৪১ সালে আপনাদের মাধ্যমে উন্নত দেশে পরিনত কবে আমাদের দেশ।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ নিয়ে আপনারা বিদেশ যাবেন। বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বেশ কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যার মাধ্যমে আপনারা পাবেন একটি সনদপত্র। যা বিদেশে গিয়ে কাজে লাগবে। সপ্তাহে একটি ব্যাজ প্রশিক্ষণ দেয়া হয়। আজ প্রশিক্ষণ শেষে ৪শ বিদেশগামী প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও প্রায় শতাধিক কর্মীর বিনা খরচে ব্রাক ব্যাংক একাউন্ট খোলা হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিদেশে গিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে আপনারা দেশে সেবা করবেন। ব্যাংকের মাধ্যমে ১লাখ টাকা পাঠালে সরকার আপনাদের দেবে ১ লাখ আড়াই হাজার টাকা। এতে যেমন আপনার এবং আপনার পরিবারের সুবিধা হবে। তেমনি বাড়বে দেশের রেমিটেন্স। তবে প্রশিক্ষণ নিয়ে দক্ষকর্মী হয়ে বিদেশে যেতে হবে, তাহলে রেমিটেন্সও বেশি আসবে। এবং টাকা পাঠানোর মাধ্যমে আপনারা দেশের সেবা করবেন। কাজের সময় মনোযোগ দিয়ে কাজ করলে সফল হওয়া সম্ভব। তাই মনোযোগ দিয়ে কাজ করে রেমিটেন্স যোদ্ধা হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়