রাজবাড়ীর ১০২ মেধাবী মাদ্রাসার শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহার ‘ট্যাব’
- Update Time : ০৪:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত “জনশুমারি ও গৃহগণনা-২০২১” প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে ট্যাব বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার ১৭টি মাদ্রাসার নবম ও দশম শ্রেণীতে পড়–য়া মেধাবী ১ শত ২ জন ছাত্র-ছাত্রীকে ট্যাব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ওই ট্যাব শিক্ষর্থীদের হাতে তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস, ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম পিয়াল প্রমুখ।
পরে আগত শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার ট্যাব তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়