মোটরসাইকেলসহ ট্রেনে কাটা পড়ে পাংশায় ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু

- Update Time : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী টু পোরাদাহ ট্রেন রুটের রাজবাড়ীর পাংশায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাজ্জাক মুন্সি (৫০) নামে মোটরসাইকেল আরোহী এক ডেকোরেটর ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে পাংশা উপজেলার কুড়াপাড়া রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মুন্সি কুড়াপাড়া গ্রামের আব্দুল হাই মুন্সির ছেলে।
রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ডেকোরেটর ব্যবসায়ী রাজ্জাক মোটর সাইকেল নিয়ে কুড়াপাড়া রেলক্রসিং পার হবার সময় রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সে সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙ্গে দুমরে মুচরে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার এসআই শহিদুল জানান, ওই রেলক্রসিংটি উন্মুক্ত, সেখানে কোন বেড়িকেড ছিলো না। দূর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়