রাজবাড়ীর মৌলভীর ঘাট এলাকা থেকে মানসিক প্রতিবন্ধীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- Update Time : ১১:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ২০০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর মৌলভীর ঘাট এলাকা থেকে হারুন বেপারী (৪০) নামে একজন মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ওই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। হারুন বেপারী সোনাকান্দর গ্রামের মৃত দারোগ আলী বেপারীর ছেলে।
রাজবাড়ী থানার এসআই হুমায়ন রেজা জানিয়েছেন, মানসিক প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘ প্রায় ৬ বছর ধরে হারুন বেপারী নিজের মত করে পদ্মা নদীর তীরে মৌলভীর ঘাট এলাকায় একটি ছাপড়া ঘরের মধ্যে বসবাস করে আসছিলেন। তার স্ত্রী নাসিমা বেগম (৩৩) তার ১৩ বছর বয়সী ছেলে আপন ও ৯ বছর বয়সী মেয়ে আদরকে নিয়ে রাজধানী ঢাকায় বসবাস করেন। যে কারণে হারুন বেপারী নিজের মত করে খাবার সংগ্রহ করে ওই ঘরে বসবাস করতেন।
তিনি আরো বলেন, সোমবার বিকালে স্থানীয়দের তথ্যে ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অর্ধ গলিত হারুনের মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ওই ঘরে ২/১ দিন আগে ষ্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়