রাজবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
- Update Time : ০৪:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ২৬৩ Time View
ফারিয়া আক্তার রোজা, রাজবাড়ী বার্তা ডট কম :
“শ্রমিক মালিক ঐক্য গড়ি,স্নার্ট বাংলাদেশ গড়ে তুলি”-এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছ।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের আ¤্রকানন চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্ত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্তরে আলোচনা সভা হয়।
এসময় রাজবাড়ী জেকা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান (০৩) শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস খান সহ অন্যরা বক্তব্য রাখেন। আলেচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন শ্রমিকদের শ্রমে ঘামে দেশ এগিয়ে যাচ্ছে। শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। এজন্য শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করতে সরকার নানা মুখি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এর আগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে রাজবাড়ী আজাদী ময়দানেও রাজবাড়ী জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়