দৌলতদিয়ায় পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতায় ফেরি চলাচল ব্যাহত
- Update Time : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে গত দুই সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নদীতে তীব্র স্রোত দেখা দেখা দিয়েছে। স্রোতের তীব্রতায় এ নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে চরমে।
স্রোতের বীপরিত দিক থেকে আসা ফেরি গুলো ঘাটে ভিরতে সময় লাগছে দ্বিগুনেরও বেশি। আগে স্বাভাবিক সময়ে নদী পার হতে যেখানে ২০/২৫ মিনট সময় লাগত বর্তমানে সময় লাগছে ৫০/৫৫ মিনিট। দ্বিগুন সময় লাগার কারনে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতে ফেরি গুলো পরিপূর্ণ লোডকরে আসাও সম্ভব হচ্ছে না। স্রোত না থাকলে রোরো ফেরিতে বাস ও ট্রাক ২০টি পার হতে পারলেও বর্তমানে কমিয়ে পার হচ্ছে ১০/১২ টি।
স্বাভাবিক সময়ে দুটি ট্রিপ দিতে পারলেও স্রোতের কারনে একই সময়ে ট্রিপ দিতে পারছে একটি। ২৪ ঘন্টায় একটি ফেরি লোড আনলোডসহ ২৫/৩০ টি ট্রিপ দিতে পারলেও স্রোতের তীব্রতা ও স্রোতের বিপরীতে চলতে ১৫/২০ টির বেশি ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছেনা। এতে ট্রিপ সংখ্যা কমে অর্ধেকে নেমে এসেছে। আর যানবাহন পারাপার কমেছ আগের তুলনায় কম। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৮ টি রোরো, ইউটিলিটি ও কে-টাইপ ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, বর্তমানে নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারনে স্রোতের বিপরীতে ফেরি গুলো চলতে সময় বেশি লাগছে। তবে যানবাহনের চাপ কম থাকায় পারাপারে কোন সমস্যা নেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়