রাজবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে কার্টুনিস্ট এম এ কুদ্দুসের মরদেহে শ্রদ্ধা নিবেদন
- Update Time : ০৭:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের কৃতি সন্তান, জাতীয় গণমাধ্যমে সাহসী কার্টুনিস্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস (৪৮) রাজধানী ঢাকার তেজগাঁও শাহীনবাগের কুয়েতী মসজিদের পাশে তার বাসায় শনিবার সকাল ৬টার দিকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃতুকালে স্ত্রী ও নবম শ্রেনীতে পড়–য়া একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য সহকর্মী, আতœীয়-স্বজন রেখে গেছেন।
জানাগেছে, রাজধানী ঢাকায় বাদ যোহর জানাজা শেষে মরদেহ রাজবাড়ীর গ্রামের বাড়ীর উদ্দেশ্যে দাফনের জন্য আনা হবে। বিকাল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবে আনা হবে। সেখানে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ তার গ্রামের বাড়ী নিয়ে যাওয়া হবে। রাতে এশার নামাজের পর বেনীনগর ইসলামপুর ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাযা শেষে মহাদেবপুর আজিরন নেছা কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, কাটুনিষ্ট এমএ কুদ্দুসের অকাল মৃত্যুতে রাজবাড়ীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অধিকাংশ পরিচিত সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছে। বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে তার মরদেহ আনা হয়। সে সময় রাজবাড়ী বিভিন্ন সাংবাদিক সংগঠন, জেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজত করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়