ইউএসএ’র সেরা পিএইচডি শিক্ষার্থী হলো রাজবাড়ীর শ্রীপুরের কৃতিসন্তান টিটু
- Update Time : ০৫:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আমেরিকার UAB College of Arts and Sciences (ইউএবি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস) এর ১৯টি ডিপার্টমেন্টের মধ্যে সেরা পিএইচডি শিক্ষার্থী হিসাবে ডিন পুরস্কার পেয়েছেন রাইফুল হাসান টিটু। তিনি রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর গ্রামের মোকসেদ আলী মোল্লার ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে টিটু মেজো।
টিটুর বড় ভাই রাকিব হাসান মিঠু বলেন, দীর্ঘ সাত বছর ধরে আমেরিকার ইউএবি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস-এ পিএইচডি করেন। ওই কলেজের ১৯টি ডিপার্টমেন্টের মধ্যে সেরা পিএইচডি শিক্ষার্থী হিসাবে ডিন পুরস্কারও পেয়েছেন তার ভাই। একই সাথে তার ভাই প্রফেসর হিসেবে আমেরিকার একাধিক বিশ^বিদ্যালয়ে যোগদানের অফারও পেয়েছে। যা তাদের পরিবার তথা রাজবাড়ী ও বাংলাদেশের জন্য অত্যান্ত গর্বের একটা সংবাদ। তিনি তার ভাইয়ের আরো সাফল্য কামনা করেন।
এদিকে, টিটুর শিক্ষক রাগীব হাসান বলেন, আমার পিএইচডি ছাত্র রাইফুল হাসান টিটু’র কথা আর কী বলবো। ইদানিং তার পুরস্কার পাওয়া অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আজকের এই পুরস্কারটি সে পেয়েছে পড়াশোনা, গবেষণা, এবং কমিউনিটি সার্ভিস/এক্সট্রাকারিকুলার লিডারশিপে অবদানের জন্য। পুরো বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার গ্রাজুয়েট শিক্ষার্থীর মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। কিন্তু শুধু তাই না, গতকালকে সে আরেকটা পুরস্কার পেয়েছে। UAB College of Arts and Sciences এর ১৯টি ডিপার্টমেন্টের মধ্যে সেরা পিএইচডি শিক্ষার্থী হিসাবে সে পেয়েছে ডিন পুরস্কার। আজকের অনুষ্ঠানে ওর হাতে আমিই পুরস্কার তুলে দিয়েছি। ছাত্রের সাফল্যে তার পিএইচডি অ্যাডভাইজর সবচেয়ে বেশি খুশি হয়, আমিও হয়েছি, আর রাইফুল আমার আর জারিয়ার কাছে ছোট ভাইয়ের মতই কাছের মানুষ হয়ে গেছে। আরও বড় সুখবর হলো, আর অল্প কদিন পরেই রাইফুল পিএইচডি শেষ করে একটি আর ওয়ান (প্রথম শ্রেণীর) মানের বিশ্ববিদ্যালয়র প্রফেসর হিসাবে যোগ দিতে যাচ্ছে!
অভিনন্দন রাইফুল এবং বাংলাদেশী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে। বিদেশের মাটিতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হলো আজকে!
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়