প্রশাসনের অনুমতি না নেওয়ায় বালিয়াকান্দিতে ওয়াজ মাহফিল বন্ধ

- Update Time : ১০:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বহরপুর বাজার রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানার নির্দেশে বন্ধ করেছে।
স্থানীয় বাজার ব্যবসায়ীরা বলেন, বহরপুর মধ্যে বাজারে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পাশেই ভূমি অফিসের নিকট ওয়াজ মাহফিলের আয়োজন করেন। পাশাপাশি দু’টি অনুষ্ঠান হওয়ার কারণে একটু সমস্যা দেখা দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা এসে মাহফিল কমিটির সাথে কথা বলে তাদেরকে ওয়াজ মাহফিল ৮টার মধ্যে শেষ করতে বলেন। পরে তারা পরবর্তীতে ওয়াজ মাহফিল করবেন বলে প্রকাশ করেন।
বহরপুর বাজার রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা ও জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ তৈয়বুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় রবিবার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে মুফতি আব্দুল গাফফার, মিজানুর রহমান ফরিদি, ক্বারী আবু বকর সিদ্দিকের উপস্থিত থাকার কথা ছিল। তবে আমাদের প্রশাসনের অনুমতি ছিল না। উপজেলা নির্বাহী অফিসার প্রথমে বন্ধ করতে বললেও আমাদের কাছে শোনার পর রাত ৮টার মধ্যে শেষ করতে বলেন। কারণ বাজারে আরেকটি পূজা অনুষ্ঠিত হচ্ছে। অতিথিরা ঢাকা থেকে আসবে বিধায় পরবর্তীতে চুড়ান্ত করে করার সিদ্ধান্ত হয়।
বালিয়াকান্দির ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, বহরপুর রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার ওয়াজ মাহফিল আয়োজনের বিষয়টি জেনেছি। পাশেই পূজা অনুষ্ঠান হচ্ছে। একই জায়গায় দু’টি অনুষ্ঠান হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে বিধায় জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে তাদেরকে রাত ৮টার মধ্যে ওয়াজ মাহফিল শেষ করার অনুরোধ করি। ওই ওয়াজ মাহফিল আয়োজকরা পরবর্তীতে ওয়াজ মাহফিল করার সিদ্ধান্ত নেন। ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, প্রতিবছরই ওয়াজ মাহফিল হয়। এবারও তারা করতে পারবেন। তবে তার আগে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। ওয়াজ মাহফিল বন্ধ করিনি, তারাই বন্ধ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়